• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্যান্সার আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়। ২০২৩-এ ত্বকের ক্যানসার হয়েছিল বাইডেনের।

ফাইল চিত্র

ক্যান্সার আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ৮২ বছরের বাইডেনের প্রস্টেট ক্যান্সার থাকলেও সেটা ছড়িয়ে পড়েছে শরীরের সমস্ত হাড়ে। মার্কিন ক্যান্সার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়। ২০২৩ সালেও ত্বকের ক্যান্সার হয়েছিল বাইডেনের। চিকিৎসায় সেরে উঠেছিলেন তিনি। বাইডেনের বয়স ও শারীরিক অবস্থা মাথায় রেখেই চিকিৎসা শুরু করা হবে বলে জানা যাচ্ছে।

বাইডেনের দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘রোগ অত্যন্ত আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে। তবে এই ক্যান্সার হরমোন-সংবেদনশীল। ফলে চিকিৎসার সুযোগ রয়েছে।’ বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল বাইডেনের পুত্রের। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বিপুল অর্থ বরাদ্দ করেন ক্যান্সারের চিকিৎসা ও গবেষণায়।

Advertisement

ক্যান্সার ছড়িয়ে পড়তে শুরু করলে তা ‘স্টেজ ৪’ বা রোগের চতুর্থ পর্যায় হিসাবে ধরা হয়। প্রস্টেট ক্যান্সারে গ্লিসন স্কোর হয়, যা ১ থেকে ১০-র মধ্যে বোঝায় ক্যান্সার সেল কতটা সাধারণ সেলের মতোই। বাইডেনের ক্ষেত্রে এই স্কোর এসেছে ৯, অর্থাৎ তার ক্যান্সার ‘অ্যাগ্রেসিভ’ রূপ নিয়েছে, দ্রুত ছড়িয়ে পড়ছে শরীরে। স্বভাবতই তাঁর শারীরিক অবস্থার দিতে সর্বক্ষণ নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বাইডেনের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জানার পরেই তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বাইডেনের স্ত্রী জিল এবং তাঁর পরিবারের প্রতি তাঁদের শুভকামনা জানিয়েছেন। জো বাইডেনের দ্রুত এবং সফল আরোগ্য কামনা করেন ট্রাম্প। বাইডেনের ডেপুটি কমলা হ্যারিসও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জো একজন যোদ্ধা।’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, ৮২ বছরের ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন। তার আগে, বারাক ওবামার আমলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন হারিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের শারীরিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য নিয়ে বার বার প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।

Advertisement