• facebook
  • twitter
Friday, 5 December, 2025

গাজায় মৃত আরও শতাধিক

২০২৩ সালের অক্টোবর থেকে হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে ৫০ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন।

ইজরায়েলি হামলায় গাজায় আরও অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতাল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নির্দিষ্টভাবে হাসপাতালগুলিকে বেছে বেছে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে ইজরায়েল।

২০২৩ সালের অক্টোবর থেকে হামাস এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে ৫০ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। চলতি বছরের ১৫ জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল এবং হামাস গোষ্ঠী। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের শুরুতে ফের গাজায় হামলা শুরু করে ইজরায়েলি সেনা। সেই হামলার তীব্রতা ধীরে ধীরে বাড়াচ্ছে ইজলায়েল।
জানা গিয়েছে, দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে ইজরায়েলের হামলায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ১৮ শিশু এবং ১৩ মহিলা রয়েছেন। যদিও ইজরায়েলের দাবি, গাজায় সাধারণ মানুষের মৃত্যুর জন্য তাঁরা দায়ী নয়। কারণ হামাস গোষ্ঠী জনবসতিপূর্ণ এলাকায় নিজেদের সামরিক কার্যকলাপ পরিচালনা করে। তাই এই সব ঘটনা ঘটছে।

Advertisement

হামাস নেতা তাহের আল-নোনো জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। গাজায় হামলা বন্ধ করতে হামাস সব রকমভাবে সহায়তা করবে। যদিও তেল আভিভ সংঘর্ষ বিরতিতে রাজি হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

Advertisement