• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আজ সাফ ফুটবল ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

স্বাভাবিকভাবে ভারতীয় দলের ফুটবলাররা অত্যন্ত আত্মবিশ্বাসী আবার চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। ভারতীয় দলের ধারাবাহিক সাফল্যই তাদের কাছে বড় প্রাপ্তি।

ফাইল চিত্র

১৯ বছর বয়সী সাফ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। রবিবার অরুণাচল প্রদেশের ইয়ুপিয়ায় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে এই খেলা অত্যন্ত মর্যাদার রূপ পাবে। গোলাম রাব্বানি চোটনের নেতৃত্বে বাংলাদেশের ফুটবলাররা ভারতের বিরুদ্ধে ঝড় তুলবে বলে মনে করা হচ্ছে। তবে বিবিয়ানো ফার্নান্ডেজেরে নেতৃত্বে ভারতীয় দল দুরন্ত ফুটবল খেলে জয় তুলে নেওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর। এখানে উল্লেখ করা যেতে পারে, ভারতীয় দল অত্যন্ত ফেভারিট এবারের সাফ ফাইনালে। সেমিফাইনালে ভারতীয় দল ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল মালদ্বীপকে। স্বাভাবিকভাবে ভারতীয় দলের ফুটবলাররা অত্যন্ত আত্মবিশ্বাসী আবার চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। ভারতীয় দলের ধারাবাহিক সাফল্যই তাদের কাছে বড় প্রাপ্তি।

অন্যদিকে বাংলাদেশের ফুটবলাররা সেমিফাইনাল ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে নেপালের বিরুদ্ধে। প্রথমার্ধে নেপালের সঙ্গে সমান সমান লড়াইয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দুরন্ত ফুটবল খেলে জয় তুলে নেয়। তাই বাংলাদেশের খেলোয়াড়রা মনে করছেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে কোনওরকম ভুল হবে না। বাংলাদেশ ও ভারত উভয় দলের শিবিরে কোনওরকম চোটের খবর নেই। এর আগে তিনবার মুখোমুখি হয়েছে সাফ ফুটবলে ভারত ও বাংলাদেশ। ভারত দু’টি ম্যাচে জয় পায় ও একটি ম্যাচ ড্র হয়েছে। তবে বাংলাদেশ এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি। তাই তারা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে ভারতের বিরুদ্ধে। ভারতের ফুটবলাররা কোনওরকম জায়গা ছাড়তে রাজি নয়।

Advertisement

তাঁদের অঙ্গীকার ফাইনালে তাঁদের বাজিমাত করতেই হবে।

Advertisement

Advertisement