• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ভারতীয় ‘এ’ দলের কোচ হিসাবে ঋষিকেশ কানিতকর ইংল্যান্ড যাচ্ছেন

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুও হবে এই সিরিজ থেকে।

ফাইল চিত্র

মুম্বই— বাংলার অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ভারতীয় ‘এ’ দল আর কয়েকদিন বাদেই ইংল্যান্ড সফরে রওনা দেবে। যদিও এই দলের সঙ্গে কোচ হিসাবে গৌতম গম্ভীর যাচ্ছেন না। তবে এই দলের একজন প্রাক্তন ক্রিকেটার ঋষিকেশ কানিতকর কোচের দায়িত্ব নিয়ে ইংল্যান্ড যাবেন।

আগমী ৩০ মে থেকে চারদিনের টেস্ট ম্যাচ শুরু হবে ইংল্যান্ডের মাঠে। ঋষিকেশ কানিতকর একদিনের এবং টেস্টে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর নামের পাশে ৮ হাজার রান। তাছাড়াও কোচিং স্টাফ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। কাজ করেছেন ভিভিএস লক্ষ্মণের সহকারী হিসেবেও।

Advertisement

হৃষিকেশ এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচি টাস্কার্স কেরলের সঙ্গে কাজ করেছেন। মহারাষ্ট্রের ঘরোয়া দলে ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অপরিসীম। ক্ষুরধার ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য পরিচিত তিনি। তরুণ প্রতিভার বিকাশে তাঁর অবদান প্রচুর।

Advertisement

প্রসঙ্গত, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারত এ। ম্যাচ দু’টি হবে ক্যান্টারবেরি এবং নর্দাম্পটনে।

এরপরেই ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের শুরুও হবে এই সিরিজ থেকে। সেই কারণে ভারতীয় ‘এ’ দলের সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজে পারফরম্যান্সের উপর ভিত্তি করেই মূল দলে সুযোগ পেতে পারেন অনেকেই। এখন দেখার হৃষিকেশ কীভাবে ভারতীয় ‘এ’ দলকে পরিচালনা করেন।

Advertisement