ভারতীয় সিনিয়র ক্রিকেট দল ইংল্যান্ড সফরে যাচ্ছে। তার আগেই ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড সফরে যাবে। ভারতীয় ‘এ’ দল আইপিএলের ফাইনাল খেলার দিনই ইংল্যান্ডে উড়ে যাবে। ভারতীয় ‘এ’ দলে বাংলার তিনজন ক্রিকেটার ডাক পেতে চলেছেন। এঁরা হলেন অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল ও মুকেশ কুমার। অল্প কিছুদিনের মধ্যেই ভারতীয় ‘এ’ দল ঘোষণা করা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত অভিষেকের পারফরম্যান্স বেশ ভালো। জানা গিয়েছে যে অভিষেক পোড়েলকে নিয়ে বোর্ডের বিশেষ নির্দেশও পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের ড্রেসিং রুমে। এবার আইপিএলের ম্যাচগুলোতে দেখা গেছে যে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছেন কেএল রাহুল। সেখানে উইকেটকিপিংয়ের দায়িত্ব থেকে দূরে ছিলেন অভিষেক। কিন্তু বোর্ড জানিয়েছে যে অন্য দিকে অভিষেককে ইংল্যান্ড ‘এ’ টিমে উইকেটকিপার হিসেবে ভাবা হচ্ছে। তাই দিল্লির টিম ম্যানেজমেন্টকে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আইপিএলের বাকি ম্যাচগুলোতে যেন অভিষেককে দিয়েই উইকেটকিপিং করানো হয়, বোর্ডের পরিকল্পনায় অভিষেককে ভারতীয় ‘এ’ দলের কিপার করা হবে। আর এইদিন এটাও দিল্লির তরফ থেকে এটাও জানা গিয়েছে যে আগামী ম্যাচগুলোতে রাহুল নন, উইকেটকিপিং করবেন অভিষেক।
Advertisement
অন্যদিকে, অভিমন্যু ঈশ্বরণ গত কয়েক বছর ধরেই ভারতীয় ‘এ’ টিমের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। অস্ট্রেলিয়া সফরের টিমেও তাঁকে রাখা হয়েছিল। এবং এখনও পর্যন্ত যা খবর, তাতে বোঝা যাচ্ছে যে অভিমন্যুকে ‘এ’ টিমের অধিনায়ক করা হতে পারে। আর ঠিক একই ভাবনা-চিন্তা রয়েছে মুকেশ কুমারকে নিয়ে। বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের উইকেটে পেসাররা যেহেতু বাড়তি সুবিধা আদায় করে নিতে পারেন, তার জন্য মুকেশের কথা ভাবা হয়েছে। তাই মুকেশের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এঁদের মধ্যে যশপ্রীত বুমরা যে সব ম্যাচে খেলবেন না, সেটা বোর্ডের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। বুমরা ছাড়াও রয়েছেন মহম্মদ শামি। আর রয়েছেন বাংলার আরেক পেসার আকাশ দীপ।
Advertisement
এখানে এটি উল্লেখ করা যেতে পারে যে আকাশ দীপকে ‘এ’ টিমে রাখা হয়নি। সরাসরি টেস্ট স্কোয়াডে রাখা হচ্ছে আকাশ দীপকে।
Advertisement



