• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুম্বই বিমান বন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি

সক্রিয় রয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। ডগ স্কোয়াড টিম মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলের প্রতিটি কোণে তল্লাশি শুরু করেছে।

ফাইল চিত্র

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি। আজ, শনিবার একটি অফিসিয়াল ইমেল আইডিতে এই হুমকি মেল পাঠিয়েছে অজ্ঞাত পরিচয় কোনও দুষ্কৃতী। মুম্বই বিমানবন্দর পুলিসের অফিসিয়াল ইমেল আইডিতে এই হুমকি মেল পাঠানোর পরে প্রশাসনিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের এই হুমকি মেলে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজ হোটেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনা ও আধা সামরিক বাহিনী। মুম্বই জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। সক্রিয় রয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। ডগ স্কোয়াড টিম মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলের প্রতিটি কোণে তল্লাশি শুরু করেছে। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

Advertisement

জানা গিয়েছে ইমেলে ওই হুমকিদাতারা আফজল গুরুর ফাঁসি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা আফজল গুরুর ফাঁসি দেওয়া একটি ‘অন্যায়’ কাজ বলে দাবি করে এই বোমা হামলার হুমকি দিয়েছে। তবে কারা এই হুমকি মেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement