• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে হালিশহরে ‘চাকরি মেলা’

যুবক-যুবতীদের জন্য ‘চাকরি মেলা’ নিয়ে এল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। উল্লেখ্য, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে শুক্রবার হালিশহরে অনুষ্ঠিত হল এই চাকরি মেলা। লক্ষ্য, মূলত প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে পর্যাপ্ত পরিমানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। আইটিআই কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট এবং পিবিএসএসডি (পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট)-এর স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রের

যুবক-যুবতীদের জন্য ‘চাকরি মেলা’ নিয়ে এল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। উল্লেখ্য, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সরকারের ‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে শুক্রবার হালিশহরে অনুষ্ঠিত হল এই চাকরি মেলা। লক্ষ্য, মূলত প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে পর্যাপ্ত পরিমানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।

আইটিআই কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট এবং পিবিএসএসডি (পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট)-এর স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের লক্ষ্যে ব্যারাকপুর সরকারি আইটিআই-এর উদ্যোগে এদিন হালিশহর পিটিপি আইটিআইতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই চাকরি মেলার আয়োজন করা হয়। এদিনের এই চাকরি মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কাজল কুমার রায়, ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।

Advertisement

তাঁদের মতে, পলিটেকনিক এবং আইটিআই ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুযোগ নিয়ে এসেছে জেলা প্রশাসন এবং ‘উৎকর্ষ বাংলা’। এদিনের চাকরি মেলায় মোট ৯২১ জন অংশগ্রহণকারী ছিলেন বলে খবর। অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৫৭৩ জন আইটিআই ছাত্র, ৬৬ জন ভিটিসি ছাত্র, ২৪৩ জন পিবিএসএসডি ছাত্র এবং ৪ জন পলিটেকনিক ছাত্র ছিলেন। তাদের মধ্যে ১৭১ জন প্রার্থী চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ইতিমধ্যেই এবং ২০২ জন প্রার্থীকে পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার জন্য শর্টলিস্ট করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, উক্ত মেলায় ২২টি নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করেছিল। আইটিআই এবং পলিটেকনিক ছাত্রছাত্রীদের কর্মসংস্থান বৃদ্ধি করে তাঁদের পথ চলাকে সুগম করবে এই উদ্যোগ, এমনটাই মত আয়োজকদের।

Advertisement