• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

অপরাধ আম কুড়ানো! নৈহাটিতে পিটিয়ে ‘খুন’ নাবালক

মাটিতে পড়ে থাকা আম কুড়োতে গিয়েছিল নাবালক সুদীপ্ত পণ্ডিত। আর সেই ‘অপরাধে’র কঠোর শাস্তি পেলেন নাবালক। মারধরে শেষমেশ প্রাণ দিতে হল তাকে।

অপরাধ আম কুড়ানো! সেই জন্য জীবন দিতে হল এক নাবালককে। মাটিতে পড়ে থাকা আম কুড়োতে গিয়েছিল নাবালক সুদীপ্ত পণ্ডিত। আর সেই ‘অপরাধ’-এর কঠোর শাস্তি পেল নাবালক। মারধরে শেষমেশ প্রাণ দিতে হল তাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি নৈহাটির শিবদাসপুরের। এই ঘটনার পর এলাকার তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় সূত্রে খবর, কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত (১৭)। নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠান বাড়িতে এসেছিল সে। শুক্রবার রাতে সেখান থেকে ফিরছিল সুদীপ্ত। সেই সময় রাস্তার পাশে একটি গাছে আম পড়ে থাকতে দেখে সে। তড়িঘড়ি আম কুড়োতে যায় সুদীপ্ত। সেই সময় বাগান পাহারার দায়িত্বে থাকা শেখ ফারহাদ মণ্ডল সুদীপ্তকে ঘিরে ধরেন। বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত।

Advertisement

এদিকে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সুদীপ্তর বন্ধুবান্ধবরা। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। আমবাগানের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে ছিল সুদীপ্ত। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাগানের পাহারাদার ফারহাদের আমের গুদামে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

Advertisement

খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত ফারহাদকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। নাবালকের পরিবারের লোকজন অভিযুক্ত ফারহাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement