• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিজের সিদ্ধান্তে অনড় কোহলি

জানা যাচ্ছে, রোহিতের অবসরের পর নাকি ভারতীয় টেস্ট দলকে পুনরায় নেতৃত্ব দিতে চেয়েছিলেন কোহলি। তবে, কোচ গৌতম গম্ভীর ও বোর্ডকর্তারা নাকি বিষয়টিতে সম্মত হননি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান বলে বিসিসিআইকে আগেই জানিয়েছিলেন বিরাট কোহলি। সেজন্য তাকে যাতে আসন্ন ইংল্যান্ড সিরিজের দলে না রাখা হয় বোর্ডকে সেই অনুরোধও করেছেন তিনি। যদিও, বোর্ডের তরফে কোহলিকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে , তবে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে নারাজ কোহলি। এজন্য, বোর্ডের তরফে ‘প্রভাবশালী’ এক প্রাক্তন ক্রিকেটারকে কোহলিকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে, তাতেও কাজ হয়নি বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে, আরও একটি বিষয় সামনে আসছে।

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, রোহিতের অবসরের পর নাকি ভারতীয় টেস্ট দলকে পুনরায় নেতৃত্ব দিতে চেয়েছিলেন কোহলি। তবে, কোচ গৌতম গম্ভীর ও বোর্ডকর্তারা নাকি বিষয়টিতে সম্মত হননি। আর তারপরেই নাকি নিজের অবসরের কথা বোর্ডকে জানান কোহলি। আসলে, অধিনায়ক হিসেবে তরুণ কোন ক্রিকেটকেই বেঁচে নিতে চাইছেন কোচ থেকে শুরু করে নির্বাচকরা।

Advertisement

এখনও, সরকারিভাবে কিছুই জানানো হয়নি কোহলি অথবা বোর্ডের পক্ষ থেকে। তবে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা।

Advertisement

তিনি জানান, “সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি।” পাশাপাশি, নির্বাচকদের অনুরোধেও যে তিনি এখনও নিজের সিন্ধান্ত পাল্টাননি এদিন তাও জানান বোর্ডের ওই কর্তা। তবে, মনে করা হচ্ছে আগামী সপ্তাহে দল নির্বাচনী বৈঠকের আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু, যদি শেষপর্যন্ত নিজের সিন্ধান্ত কোহলি পাল্টান তাহলে আসন্ন ইংল্যান্ড সিরিজে হয়তো দ্বিতীয়বারের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলেই সূত্রের খবর ।

Advertisement