• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাতিল ছুটি, দিন-রাত খোলা কলকাতা পুরসভার কন্ট্রোল রুম

শহরের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুরসভা কড়া নজরদারির পথে হাঁটছে। বাতিল হয়েছে সমস্ত সরকারি ছুটি।

ফাইল ছবি

শহরের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুরসভা কড়া নজরদারির পথে হাঁটছে। বাতিল হয়েছে সমস্ত সরকারি ছুটি। আপাতত প্রতিদিন খোলা থাকছে কলকাতা পুরসভার ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। শহরের প্রতিটি কোণে চলছে কড়া নজরদারি, বিশেষ করে পুরসভার গুরুত্বপূর্ণ দপ্তর ও জলাধারগুলিতে।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকার নির্দেশিকা দিয়ে সব সরকারি কর্মীদের ছুটি স্থগিত করেছে। সেই পথেই হেঁটেছে কলকাতা পুরসভাও। এমনকি গত শুক্রবার, রবীন্দ্র জয়ন্তীর ছুটির দিনেও সচল ছিল কন্ট্রোল রুম। কর্মীরা ছিলেন সতর্ক অবস্থায়।

Advertisement

এই কন্ট্রোল রুম সাধারণত প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবহার করা হলেও, এবার তার কাজ আরও বিস্তৃত হয়েছে। ওসি কন্ট্রোল কার্তিক নন্দী জানিয়েছেন, এখনকার পরিস্থিতিতে শহরজুড়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। নাগরিকদের যেকোনও বিপদের ইঙ্গিত পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পুর ভবন, জলাধার ও পরিকাঠামোগুলিতে।

Advertisement

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, সমস্ত কর্মীর ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল। টালা ট্যাঙ্ক-সহ শহরের প্রতিটি জলাধারে ২৪ ঘণ্টা জল মজুত রাখতে বলা হয়েছে। জরুরি বিভাগের যেমন অ্যাম্বুলেন্স ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কর্মীদেরও সর্বদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে যাতে নাগরিকদের পাশে দাঁড়ানো যায়, তার জন্য নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

Advertisement