• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইস্টবেঙ্গলের জয়

অন্য গোলগুলি করেছেন রূপম ঘোষ, আর্যমান কেডিয়া ও মহম্মদ আহমেদ ওয়াদু। তার আগের খেলায় ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল কিকস্টার্ট এফসি’র সঙ্গে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

সারা ভারত ফুটবল ফেডারেশন পরিচালিত ১৩ বছর বয়সী সাব জুনিয়র ফুটবল লিগে ইস্টবেঙ্গল বড় জয় পেল। শুক্রবার মহাবলীরাম মাঠে গ্রুপ ‘এ’ প্লে অফ ম্যাচে ইস্টবেঙ্গল ৮-০ গোলে স্পোর্টস স্যানিয়াকে হারিয়ে দিয়েছে। লাল-হলুদ ব্রিগেডের ওয়ালিদ হোসেন হ্যাটট্রিক সহ ৫টি গোল করেন।

অন্য গোলগুলি করেছেন রূপম ঘোষ, আর্যমান কেডিয়া ও মহম্মদ আহমেদ ওয়াদু। তার আগের খেলায় ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল কিকস্টার্ট এফসি’র সঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে খেলটি ৪-৪ গোলে শেষ হয়। ইস্টবেঙ্গলের ওয়ালিদ হোসেন একাই তিনটি গোল করে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন। আর অন্য গোলটি করেন সমরেশ মুর্মু।

Advertisement

Advertisement

Advertisement