• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাকিস্তানে একাধিক জায়গায় বিমান হানা

হামলা চালানো হয়েছে লাহোর, পেশোয়ার সহ আরও বেশ কিছু শহরে। বিমান হামলায় কার্যত বিপর্যস্ত পাকিস্তান। বড়সড় হামলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও।

পাকিস্তানের একাধিক জায়গায় বিমান হানা শুরু করল ভারতীয় সেনা বাহিনী। আরব সাগরে করাচির দিকে মুখ করেছে আই এন এস বিক্রান্ত। করাচি বন্দরে একাধিক মিসাইল হামলা হয়েছে। হামলা চালানো হয়েছে লাহোর, শিয়ালকোট, পেশোয়ার সহ আরও বেশ কিছু শহরে। এভাবে পাকিস্তানের ১৬টি শহরে ভারত হামলা চালিয়েছে। বিমান হামলায় কার্যত বিপর্যস্ত পাকিস্তান। বড়সড় হামলা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও।

ভারতের একাধিক শহরে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত। ভারতের একাধিক জায়গা লক্ষ্য করে পাক বাহিনী ক্ষেপণাস্ত্র ছুঁড়লে তা আকাশের ধ্বংস করে ভারত। এরপর পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদ গোলাবর্ষণ করে ভারত। জম্মু আরএস পুরা এলাকায় ব্ল্যাক আউট জারি করা হয়। বাজতে থাকে সাইরেন। কুপওয়ারাতেও দু’পক্ষের মধ্যে গোলাবর্ষণ চলে।

Advertisement

ভারতের অ্যাটাকে তছনছ পাকিস্তান, স্থলে পথে জম্মু দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, একদম সফলভাবে তা ব্যর্থ করল বিএসএফ।  প্রত্যাঘাতের পরেও নিলর্জ্জ পাকিস্তান। পাকিস্তানের হামলার পরিকল্পনা ব্যর্থ। ভারতের ১৫টি শহরকে টার্গেট ছিল পাকিস্তানের। হামলার আঁচ পেয়ে সক্রিয় ভারতীয় সেনা, ব্যাপক গোলাবর্ষণ।

Advertisement

Advertisement