• facebook
  • twitter
Friday, 5 December, 2025

লাহোর, করাচি-সহ পাকিস্তানের ১০ শহরে ড্রোন হামলা

লাহোর, করাচি ছাড়াও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাওয়ালপিণ্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘোটকি, শিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানের মতো শহরে।

লাহোর, করাচি-সহ পাকিস্তানের ১০টি শহরে ড্রোন হামলা চালানো হল। অপারেশন সিঁদুরের ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলিতে কারা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। যদিও পাকিস্তানের নিশানায় ভারতীয় সেনা। লাহোর, করাচি ছাড়াও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাওয়ালপিণ্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘোটকি, শিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানের মতো শহরে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জনসংযোগ আধিকারিক ডিজি লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরি জানান, বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে একাধিক এলাকা থেকে ১২টি হার্প ড্রোন গুলি করে নামানো হয়েছে। তবে কোনও বিস্ফোরণের কথা পাকিস্তানের তরফে স্বীকার করা হয়নি। বৃহস্পতিবার সাতসকালে কেঁপে ওঠে লাহোর সেনা ছাউনি সংলগ্ন এলাকা। তারপরই বিস্ফোরণের খবর মেলে করাচি থেকে।

Advertisement

করাচিতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে ধাতব টুকরো উদ্ধার হয়েছে। পাকিস্তানের আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল সংবাদমাধ্যমে দাবি করেছেন, ৯টি শহরে ভারত ড্রোন হামলা করেছে। ইজরায়েলে তৈরি আত্মঘাতী ড্রোন ‘হারোপ’ ব্যবহার করে এই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাকিস্তানের।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, লাহোরে প্রথমে সাইরেনের শব্দ শোনা যায়। তারপরই বিস্ফোরণ হয়। অনেকে আবার এই বিস্ফোরণের পিছনে বালোচ আর্মির হাত থাকতে পারে বলে আশঙ্কা করছে। পাকিস্তানের অন্দরেই বিদ্রোহ শুরু করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে পাক সেনার কনভয়ে হামলা, একের পর এক আঘাত হানছে তারা। এই হামলার পিছনেও তাদের হাত থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে রেডার এবং এয়ার ডিফেন্স সিস্টেসগুলি ধ্বংস করেছে। লাহৌর-সহ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানের এয়ার ডিফেন্স সিস্টেসগুলি উড়িয়ে দিয়েছে ভারত। চিনের তৈরি করে দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম এইচকিউ-৯ মিসাইল লঞ্চার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাম জঙ্গি হামলার প্রত্যাঘাতেই এই জবাব দিয়েছে ভারত।

Advertisement