সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও দু’জনকে। বেপরোয়া গতিতে বাইকটি উল্টোডাঙা থেকে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। গতি বেশি থাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায় সেটি। আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না। রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, শোয়েব, সোহেল, রহমান ও ফারুক নামের চার যুবক রবিবার রাতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে ভোরে তাঁরা বাইক নিয়ে বেরিয়ে পড়েন। একটি গাড়ির সঙ্গে বেপরোয়া গতিতে রেষারেষি করতে করতে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনমুখী লেনের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। চার জনই উড়ালপুলের উপর ছিটকে পড়েন। স্থানীয় সূত্রে খবর, একটি বাইকেই চারজন বসেছিলেন। কারও মাথায় হেলমেটও ছিল না।
Advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। রাস্তার ধারে ছিটকে পড়ে থাকা চারজনকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জনের আঘাতও গুরুতর বলে খবর। নিহতদের নাম মহম্মদ শোয়েব ও মহম্মদ সোহেল। আহতদের নাম শাহরুখ ও রহমান।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা ৪২ নাগাদ ওই চারজন বিনা হেলমেটে দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। তাঁদের প্রত্যেকের বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকায়। তাঁরা মদ্যপান করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাইকের চাকা পিছলে যাওয়ার জন্যই সোমবারের দুর্ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, সিসিটিভির ফুটেজ দেখে তা জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে গত বুধবার মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক যুবকের। বেপরোয়া গতির জেরে বাইক থেকে ছিটে ২০০ মিটার দূরে পড়েন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
Advertisement



