শনিবার লা লিগায় জিতলো বার্সেলোনা। এদিন, রিয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে হারাল তারা। এদিনের এই জয়ের ফলে লা লিগায় খেতাবের আরও কাছে পৌঁছে গেলো তারা। যদিও ম্যাচের ৬ মিনিটের মধ্যেই ইভান স্যাঞ্চেজ়ের গোলে পিছিয়ে পড়েছিল হ্যান্সি ফ্লিকের দল। আসলে, চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় পর্বের সেমিফাইনালের কথা মাথায় রেখে এদিন দলে বেশকিছু পরিবর্তন করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। সেজন্য, এই ম্যাচের শুরু থেকে তিনি মাঠে নামাননি লেমিন ইয়ামাল, রাফিনহা, দানি অলমো-দের মতন প্রথম একাদশের খেলোয়াড়দের।
তবে, ১-০ পিছিয়ে পরে দ্বিতীয়ার্ধে দলে বেশকিছু বদল আনেন তিনি। লেমিন ইয়ামাল, রাফিনহার মতন তারকাদের মাঠে নামান তিনি। আর তার ফলস্বরূপ, ম্যাচের ৫৩ মিনিটে ইয়ামালের পাস থেকে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। আর এরপরেই আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় বার্সেলোনা। ক্রমাগত আক্রমণের চাপে অবশেষে ম্যাচের ৫৯ মিনিটে বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করেন ফিরমিন লোপেজ। এরপরেও গোল ব্যবধান বাড়ানোর বেশকিছু সুযোগ পেয়েছিলো হ্যান্সি ফ্লিকের দল। তবে, তা থেকে আর গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা। এদিনের এই জয়ের ফলে তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে ১ ম্যাচ বেশী খেলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলো তারা। পাশাপাশি, এদিনের এই ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত জয় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের আগে নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাবে বার্সেলোনার জন্য।
Advertisement
Advertisement
Advertisement



