এবছর মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পূর্ব বর্ধমান জেলার মহম্মদ সেলিম। সে কাটোয়া মহকুমার কেতুগ্রামের নীরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সেলিম পূর্ব বর্ধমান জেলায় প্রথম হয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান জেলা থেকে এবার প্রথম দশের মধ্যে ছজন ছাত্র-ছাত্রী মেধা তালিকায় উঠে এসেছে। তার মধ্যে আবার দুজন আছে শহর বর্ধমানের।
মেধা তালিকায় চতুর্থ স্থানে উঠে আসা কেতুগ্রামের ছাত্র মহম্মদ সেলিমের প্রাপ্ত নাম্বার ৬৯২। খুবই কষ্টের সঙ্গে সে লেখাপড়া চালিয়ে গেছে। মা মারা যাওয়ার পর সেলিম শিরন্ডি গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করে। দাদু আব্দুস সাত্তার, মামা ফজলে করিমদের অবস্থা ভালো নয়। তার মধ্যেই সেলিমকে লেখাপড়ায় সাহায্য করেছেন। মহম্মদ সেলিম জানিয়েছে, এবার সে আইআইটি পড়তে চায়। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন রয়েছে তাঁর।
Advertisement
বলেছে, বিদ্যালয়ের শিক্ষকরা তাকে সব রকমের সাহায্য করেছেন বলেই সাফল্য এসেছে। মামার বাড়ির অবদানের কথাও তুলে ধরেছে সে। নীরল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু হাজরা বলেন, সেলিম পঞ্চম শ্রেণী থেকে তাঁদের বিদ্যালয়ের ছাত্র। বরাবরই মেধাবী। তাই আশা ছিল প্রথম দশে ওর নাম থাকবে। সেই স্বপ্ন পূরণ আমাদেরও হয়েছে। তিনি জানান, এর আগে জাতীয় মেধা পরীক্ষাতে বসেও সে প্রথম হয়েছিল।
Advertisement
Advertisement



