• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পহেলগাম হত্যাকাণ্ডে জড়িতদের বেছে বেছে বদলা নেওয়ার হুঙ্কার শাহের

ওরা যেন ভেবে না-নেয় যে ২৬ জনকে হত্যা করে এই লড়াই জিতে গিয়েছে। যারা সন্ত্রাস ছড়াচ্ছে, তাদের উদ্দেশে বলছি, লড়াই এখনও শেষ হয়নি।

ফাইল চিত্র

পহেলগাম হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে বেছে বেছে বদলা নেওয়া হবে। কেউই রেহাই পাবে না। বৃহস্পতিবার এভাবেই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন জঙ্গিদের উদ্দেশ্যে বলেন,সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমন কাপুরুষোচিত হামলাকে জঙ্গিরা যেন বড় সাফল্য বলে মনে না করে। হামলায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। লড়াই এখনও শেষ হয়নি। প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে!

তিনি বলেন, ‘ওরা যেন ভেবে না-নেয় যে ২৬ জনকে হত্যা করে এই লড়াই জিতে গিয়েছে। যারা সন্ত্রাস ছড়াচ্ছে, তাদের উদ্দেশে বলছি, লড়াই এখনও শেষ হয়নি। আমরা লক্ষ্য নিয়েছি প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে। তাদের থেকে উত্তর চাওয়া হবে।’

Advertisement

প্রসঙ্গত পহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত সরকার পাকিস্তানকে দোষারোপ করেছে। পাকিস্তানের মাটিকে সন্ত্রাসের কাজে ব্যবহার করতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভারতের। এমনকি পাক সেনা ও আইএসআই সন্ত্রাসে ক্রমপর্যায়ে মদত দিয়ে যাচ্ছে বলে ভারতের দীর্ঘ দিনের অভিযোগ। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই দেশই একে ওপরের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে।

Advertisement

এদিকে পহেলগাম হত্যাকাণ্ডের পর বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। ভারত পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর প্রতিদিন রাতেই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি শুরু করেছে পাক সেনা। ভারতও তার যোগ্য প্রত্যুত্তর দিয়ে চলেছে। আর ঠিক এই মুহূর্তে পহেলগাম কাণ্ডে প্রথমবার মুখ খুলেই হুঙ্কার ছাড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গিদের প্রতি তাঁর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জাতীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

Advertisement