পহেলগাম হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের আর্জির মামলা খারিজ। সেই সঙ্গে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করল দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দুই বিচারপতি বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ মামলাকারীকে সতর্ক করে জানিয়েছে, এই পরিস্থিতিতে যেন সশস্ত্র বাহিনীর মনোবল ভাঙা না-হয়। বেঞ্চ জানিয়েছে, ‘দয়া করে দায়িত্বশীল হোন। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন প্রত্যেক ভারতীয় হাতে হাত ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বাহিনীর মনোবলে আঘাত করবেন না। বিষয়টির সংবেদনশীলতাকে দেখুন।’
প্রসঙ্গত মামলাকারী আদালতে আবেদন করেন, পহেলগাম হত্যাকাণ্ড অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত বিচারবিভাগীয় কমিশনের মাধ্যমে যাতে তদন্ত করা হোক। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের শীর্ষ আদালত। এই আর্জি নিয়ে মামলাকারীর আইনজীবীর উদ্দেশে দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, ‘আপনি কি এই সময়ে বাহিনীর মনোবল ভেঙে দিতে চাইছেন? সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা কবে থেকে তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন? আমরা কবে থেকে এই ক্ষমতা পেয়েছি? আমরা শুধুমাত্র বিরোধের নিষ্পত্তি করি।’
Advertisement
এরপরই মামলাকারীর আইনজীবী জানান, তিনি ওই মামলা প্রত্যাহার করে নেবেন এবং শুধু তদন্তের আর্জি জানাবেন।
Advertisement
Advertisement



