• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আগে জীবন রক্ষা করুন, ভোট চাইতে আসিনি, বড়বাজারে মমতা

বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলের সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু।

দিঘা থেকেই ফিরেই বড়বাজারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলের সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও। ওই হোটেলের আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আগুন ধরে যাওয়া হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে বলে জানান তিনি। হোটেলের সিঁড়ির দরজা বন্ধ থাকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইমার্জেন্সিতে সব সময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত। ইমার্জেন্সিতে যারা বিকল্প রাখে না, তাদের কি ক্ষমা করা উচিত? কোথাও কোথাও আমি ভীষণ টাফ। এ ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ!”

Advertisement

পায়ে হাঁটার পথে একাধিক দাহ্য পদার্থ দেখে ক্ষোভও প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়,’এত দাহ্য পদার্থ কেন? আগে জীবন রক্ষা করুন। আমি ভোট চাইতে আসিনি। প্রয়োজনে আপনারা আমাকে ভোট নাও দিতে পারেন, কিন্তু নিজেদের জীবন রক্ষা করুন।’

Advertisement

বড়বাজার থেকেই বিপজ্জনক বাড়ি-হোটেল নিয়ে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘জীবন আগে। যে বাড়িগুলো বিপজ্জনক, তাঁদের মালিকদের সঙ্গে কথা বলা হবে। আবাসিকদের নিরাপত্তা দেখতে হবে মালিককেই। প্রয়োজনে তাঁদের সরিয়ে অবিলম্বে মেরামতির কাজ করা হবে।’

পুরনো হোটেলগুলোতে মাঝে মধ্যেই পুলিশকে সারপ্রাইজ ভিজিটের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, ওই হোটেলটি ‘সিল’ করে দেওয়া হবে এবং ঘটনার তদন্তের জন্য তিনি একটি কমিটিও গঠন করে দেবেন। বড়বাজারের ওই এলাকা পরিদর্শনের পর পার্কস্ট্রিট চত্বরেও ‘সারপ্রাইজ ভিজিটে’ যান মুখ্যমন্ত্রী।

Advertisement