বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তাঁরা। বুধবার রাতে এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পুলিশও স্বতপ্রণোদিত অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার সকালে ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার অন্তর্গত সাবার্বান পার্ক রোডের বাসিন্দা দু’জনে। সেখানে একটি আবাসনে থাকেন তাঁরা। হোটেলের অপর মালিক অতুল চাওলার অবশ্য এখনও খোঁজ মেলেনি। তাঁর খোঁজে সম্ভাব্য সব এলাকায় তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বড় বাজারের মেছুয়া বাজারের একটি ছ’তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা-সহ হাসপাতালের একাধিক অনিয়ম সামনে এসেছে। বুধবার ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানান, ওই হোটেলের ‘ফায়ার লাইসেন্স’-এর মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। এই ঘটনার তদন্তের জন্য বুধবারই কলকাতার পুর কমিশনারের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গড়েছে রাজ্য। কমিটিতে রয়েছেন দমকল এবং পুলিশের আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে মৃত ১৪ জনের মধ্যে ১২ জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা প্রায় সকলেই ভিনরাজ্যের বাসিন্দা। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, অধিকাংশের মৃত্যুর কারণ বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়া।
Advertisement
Advertisement
Advertisement



