• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ সস্ত্রীক দিলীপের

মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি সময় পেলে বুধবার দিঘার মন্দিরে যেতে পারেন। এ দিন তিনি প্রথমে হাওড়ার শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন।

নিজস্ব চিত্র

প্রশান্ত দাস, দিঘা– কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সনাতনী সমাবেশে না গিয়ে বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথধামে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকারের তরফে তাঁকে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সস্ত্রীক দিঘায় পৌঁছন দিলীপ। জগন্নাথদেবের দর্শনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। বিকেলে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে চার নম্বর গেট দিয়ে দিঘার মন্দিরে প্রবেশ করেন দিলীপ। সেই সময় তাঁদের অভ্যর্থনা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। জগন্নাথদেবের পুজো দিয়ে গোটা মন্দিরটি তাঁরা ঘুরে দেখেন। এরপর সেখান থেকে মন্দির লাগোয়া অতিথি নিবাসে যান তাঁরা। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের দেখা হয়। দিলীপ ও রিঙ্কুর সঙ্গে মুখ্যমন্ত্রীকে খোশমেজাজে গল্প করতে দেখা যায়। মন্দিরের খুঁটিনাটি, দর্শনার্থীদের সংখ্যাবৃদ্ধি, আবহাওয়া সংক্রান্ত বিষয়ে তাঁদের কথা বলতে শোনা যায়। দিলীপ সেই সময় জানান, মন্দিরের আচার অনুষ্ঠান তিনি মোবাইলের মাধ্যমে লাইভ দেখেছেন।

মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি সময় পেলে বুধবার দিঘার মন্দিরে যেতে পারেন। এ দিন তিনি প্রথমে হাওড়ার শ্যামপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। সেখান থেকেই সড়কপথে দিঘায় যান তিনি। মুখ্যমন্ত্রীর জগন্নাথধাম কর্মসূচি বয়কট করতে বুধবারই কাঁথিতে ‘সনাতনী সমাবেশ’ করছেন শুভেন্দু। এ দিন কাঁথি পেরিয়ে তারপর দিঘায় যান দিলীপ। শুভেন্দুর সভায় না গিয়ে রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় যাওয়ায় দলের অন্দরে প্রশ্নের মুখে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। যদিও এ বিষয়ে দিলীপ বলেছেন, ‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি। অক্ষয় তৃতীয়ায় এ রকম অনেক অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানে যাচ্ছি।’ দিলীপের এই কাজে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও দিলীপের বিরুদ্ধে সমাজমাধ্যমে সুর চড়িয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি লিখেছেন, ‘একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হয়ে উঠতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু। বাংলার বিজেপির লজ্জা আপনি।’

Advertisement

Advertisement

Advertisement