• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ শেষ হলেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

ফাইল চিত্র

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ–সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ শেষ হলেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

শুক্রবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া ও বীরভূমেও তাপপ্রবাহের সতর্কতা জারি করে হাওয়া অফিস। শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এই সকল জেলার বাসিন্দাদের সাবধান থাকতে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Advertisement

শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। ওই দিন থেকে বদলে যেতে পারে হাওয়ার গতিপথ। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। এর জেরে শুরু হবে ঝড়বৃষ্টি। শনিবার ঝাড়গ্রাম, বীরভূম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

রবি ও সোমবার বাড়তে পারে ঝড়ের তীব্রতা। ৫০-৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও নদিয়াতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।

Advertisement