পহেলগাম হামলার জের শুধুমাত্র যে ভারতের কূটনৈতিক ক্ষেত্রেই পড়েছে তা নয়, ক্রীড়াক্ষেত্রেও ভালোভাবেই পড়েছে তা বলাই বাহুল্য। আর সেজন্যেই এবার ভারতীয় জ্যাভিলিন থ্রোয়ার নীরজ চোপড়ার নামে আয়োজিত প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’- এ খেলতে না আসার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের তারকা জ্যাভিলিন থ্রোয়ার আরশাদ নাদিম। চলতি বছরের ২৪ মে থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরপরাধ ভারতীয় পর্যটককে গুলি করে খুন করে জঙ্গিরা। তারপরই, পাকিস্তানের উপর নীতিগত ‘সার্জিকাল স্ট্রাইক’ চালায় ভারত। বাতিল করা হয়, সমস্ত সার্ক ভিসা। নতুন করে কোনও পাকিস্তানিকে-ই আর ভিসা দেবে না বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে, নীরজের আমন্ত্রণ থাকলেও ভারতে আসা সম্ভব ছিল না নাদিমের জন্য। ফলে তিনি নিজে থেকেই সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।
Advertisement
বুধবার এ বিষয়ে নাদিম জানান, তিনি ভারতে আসবেন না। পাশাপাশি, এই প্রতিযোগিতায় তাকে আমন্ত্রণ জানানোর জন্য নীরজ চোপড়াকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে, পহেলগাম কাণ্ডের কথা উল্লেখ না করেই তিনি জানান, তিনি আগে থেকেই অন্য টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তিনি। ফলে, একপ্রকার বাধ্য হয়েই নাকি এই টুর্নামেন্ট থেকে তিনি সরে দাঁড়ালেন।
Advertisement
কিন্তু, তিনি মুখে যাই বলুন না কেন, মনে করা হচ্ছে পহেলগামে এই নৃশংস হত্যাকাণ্ডের জেরেই তিনি এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন। তবে, তিনি নিজে থেকে সরে না দাঁড়ালে আদৌও ভারতে আসতে পারতেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কারণ, পহেলগাম হামলার জেরে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের কোনও নাগরিককেই তাঁরা আর ভারতে আসার অনুমতি দেবে না।
Advertisement



