• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কাশ্মীর হামলায় নিহত কলকাতার বাসিন্দাদের বাড়িতে মেয়র

কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করে মেয়র ফের একবার প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার পর্যালোচনার দাবিও তোলেন।

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে বহু নিরীহ মানুষের। নিহতদের মধ্যে ছিলেন কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহ ও বৈঞ্চবঘাটার বিতান অধিকারী। বুধবার মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়িতে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সান্ত্বনা দেন তিনি। মেয়র বলেন, ‘এই কঠিন সময়ে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার তাঁদের পাশে আছে।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘নিরপরাধ মানুষকে এভাবে হত্যা কাপুরুষোচিত কাজ। যারা এই হামলা ঘটিয়েছে, শুধু তারাই নয়, যাদের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তাদেরও ধিক্কার জানাই। এখানে কোনও ধর্মের প্রশ্ন নেই, এখানে ভারতবাসীরা শহিদ হয়েছেন। সন্ত্রাসের কোনও ধর্ম নেই, ধর্ম কখনও মানুষ হত্যা করতে শেখায় না।’

Advertisement

তিনি আরও বলেন, ‘অনেকে ভেবেছিলেন ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু প্রশ্ন উঠছে, তখন সেনা ছিল না কেন? নিরাপত্তা বাহিনী কোথায় ছিল? গোয়েন্দা সংস্থা কী করছিল?’

Advertisement

সম্প্রতি এক ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের একটি বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেখান থেকে নতুন করে আলোচনা শুরু হলেও এদিন মেয়র স্পষ্ট জানান, ‘সন্ত্রাসবাদকে ধর্মের সঙ্গে মেলানো ভুল। ধর্ম শান্তির কথা বলে। বিভ্রান্ত না হয়ে আমাদের একজোট হয়ে দাঁড়াতে হবে।’ কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করে মেয়র ফের একবার প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার পর্যালোচনার দাবিও তোলেন।

Advertisement