• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বৈভবের প্রশংসায় ছোটবেলার কোচ

প্রথম ম্যাচেই ব্যাট হাতে গড়েছেন একাধিক রেকর্ড। এবার সেই তরুণ বৈভব সূর্যবংশীকে নিয়েই মুখ খুললেন তার ছোটবেলার কোচ ব্রজেশ ঝা।

ফাইল চিত্র

ইতিমধ্যেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে তার। শুধু তাই নয়, অভিষেকেই তার দুরন্ত ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে। প্রথম ম্যাচেই ব্যাট হাতে গড়েছেন একাধিক রেকর্ড। এবার সেই তরুণ বৈভব সূর্যবংশীকে নিয়েই মুখ খুললেন তার ছোটবেলার কোচ ব্রজেশ ঝা।

তিনি জানালেন, ‘ছোটবেলা থেকেই চ্যালেঞ্জের সঙ্গে বড় হয়েছে বৈভব। বহু পরিশ্রমের পর এই জায়গায় এসেছে।’ ক্রিকেটের জন্য যে তার পড়াশোনাতেও প্রভাব পড়েছিল সেকথা জানাতেও ভুললেন না তিনি। তবে প্রথম ম্যাচে ৩৪ রানে মার্করামের বলে স্ট্যাম্প হওয়ায় তিনি যে যথেষ্ট হতাশ তাও জানালেন তিনি। তবে, পরবর্তী ম্যাচগুলোতে নিজের ভুলগুলোকে শুধরে নেবে বলেই মনে করছেন ব্রজেশ।

Advertisement

তিনি বলেন, ‘আরও ভালো খেলার ক্ষমতা রাখে বৈভব। তবে শুধু আইপিএল ক্রিকেট নয় দেশের হয়ে খেলাই আসল লক্ষ্য তার। বৈভব একদিন দেশের হয়ে খেলবে। সবারই এই স্বপ্ন  থাকে। আর তা সত্যি হলে সমস্তিপুর আনন্দে মেতে
উঠবে।’

Advertisement

Advertisement