• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

মেসি গোল পেল না, ইন্টার মায়ামি তবু জিতল

পরিপূর্ণ মাঠে (উপস্থিত ছিল ৬০ হাজার ৬১৪ জন দর্শক) হেরে বসল কলম্বাস ক্রু। মেসি গোল না করলেও ইন্টার মায়ামি ১-০ গোলে জিতে যায়। গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাচি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মেসি আসবেন আর মাঠে রেকর্ড সংখ্যক দর্শক হবে না তা কখনও হতে পারে! মেসি খেলবেন হল ঠিক তাই বদলে গেল মাঠ। মেজর লিগ সকারের অপরাজিত দল ছিল কলম্বাস ক্রু। তাদেরই হোম ম্যাচ। ঘরের মাঠ ছিল লোয়ার ডট কম ফিল্ড। কিন্তু মেসি খেলবেন দর্শক সমাগম ঘটবে প্রচুর তাই মাঠ বদল করতে বাধ্য হয়েছিল কলম্বাস ক্রু-র টিম ম্যানেজমেন্ট। লোয়ার ডট কমে বড়জোর ২০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারে। কলম্বাস ক্রু-ইন্টার মায়ামি ম্যাচ তাই করা হল হ্যান্টিংটন ব্যাংক ফিল্ডে। যেখানে মাঠে এসে খেলা দেখতে পারেন ৬০ হাজারের বেশি দর্শক। হলও ঠিক তাই।

পরিপূর্ণ মাঠে (উপস্থিত ছিল ৬০ হাজার ৬১৪ জন দর্শক) হেরে বসল কলম্বাস ক্রু। মেসি গোল না করলেও ইন্টার মায়ামি ১-০ গোলে জিতে যায়। গোলটি করেন বেঞ্জামিন ক্রেমাচি। ৩০ মিনিটে দলের আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলোনা ভেইগান্টের ক্রস থেকে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি হেডে গোল করে যান। সেই গোল আর শোধ করতে পারেনি কলম্বাস ক্রু-র ফুটবলাররা। এখন ইন্টার মায়ামি ৮ ম্যাচ শেষে ৫টা ম্যাচ জিতে ও তিনটে ড্র করে ১৮ পয়েন্টে দাঁড়িয়ে। লিগ টেবিলে মেসির দল রয়েছে তৃতীয় স্থানে। একই পয়েন্ট নিয়ে কলম্বাস লিগ টেবিলে চলে গেল চতুর্থ স্থানে। তবে একটা বাড়তি ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে এক ও দুইয়ে রয়েছে শার্লট ও চিনচিনাতি। শুক্রবার মেসিরা খেলবেন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে। প্রতিপক্ষ কানাডার ভ্যানকুবার হোইটসক্যাপ দল।

Advertisement

Advertisement

Advertisement