কলকাতার দুই প্রধানের সমর্থকরা ছড়িয়ে আছেন প্রবাসে, দেশে, বিদেশে। তাঁরাই প্রবাসে বাঁচিয়ে রেখেছেন বাঙালীর ফুটবলপ্রেমকে। বৃহত্তর দিল্লির প্রবাসীরা টের পেলেন বাঙালী সংস্কৃতি মানেই শুধু নাটক বা রবীন্দ্রসঙ্গীত নয়, ফুটবলও সেই সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। তেইশে মার্চ সকালে ফরিদাবাদের গ্রীন ভ্যালী ফুটবল সোসাইটির আয়োজনে তাঁদের ফুটবল অ্যাকাডেমীর সবুজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করলেন প্রবাসে ইস্টবেঙ্গল ও দিল্লি মেরিনার্স, বৃহত্তর দিল্লিতে দুই প্রধানের সমর্থক দুই দলের ফুটবলাররা।
তিরিশোর্ধ খেলোয়াড়দের মধ্যে পঞ্চাশ এমনকি ষাটের ঘরের খেলোয়াড়ও ছিলেন এবং, খেলা দেখে বয়েস ধরা মুশকিল ছিল। উত্তেজক ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। ইস্টবেঙ্গল পরের অর্ধে দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। দর্শকরা আনন্দ পেলেন এবং অনুভব করলেন ফুটবল কত আবেগের হতে পারে।
Advertisement
Advertisement
Advertisement



