• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

মন্ত্রী ফিরহাদের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠক পৌরপ্রধান সৌমেনের

মেদিনীপুর পৌরসভা এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে।

নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই আগে রাজ্যের পৌর নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার নেতৃত্বে দেখা করলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ ৪ সদস্যের এক প্রতিনিধিদল। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, মেদিনীপুর শহরের দুটি গুরুত্বপূর্ণ খালের সংস্কার, শহরের বেশ কিছু রাস্তা নির্মাণ ও সংস্কার, অমৃত প্রকল্পের কাজ সহ বেশ কিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনা করেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর সফরের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের অনুমান। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান আরও জানান যে, মেদিনীপুর পৌরসভা এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। তিনি মেদিনীপুর পৌরসভার উন্নয়নে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Advertisement

Advertisement

Advertisement