• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ন্যাশনাল হেরাল্ড মামলা: মোদি সরকারকে আক্রমণ কপিল সিব্বলের

রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে কংগ্রেস। এর পরিপ্রেক্ষিতেই রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল।

আইনজীবী কপিল সিব্বাল।

ন্যাশনাল হেরাল্ড মামলায় ৬৬১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিস গান্ধী পরিবারকে। দিল্লির আইটিও, মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত ন্যাশনাল হেরাল্ডের একাধিক দপ্তরে শনিবার নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লখনউয়ের বিশ্বেশ্বর নাথ রোডের এজিএল ভবনেও শুক্রবার নোটিস পাঠানো হয়েছে। এই জায়গাগুলি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। তাতেই ক্ষিপ্ত হয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা কপিল সিব্বল। তিনি এই ঘটনায় মোদী সরকারকে তুলোধোনা করেছেন। এটাকে ‘গণতন্ত্রের উপর সরাসরি আঘাত’ বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে মোদী সরকারকে একনায়কতান্ত্রিক বলে অভিহিত করেছেন। রবিবার ক্ষোভ প্রকাশ করে সিব্বল বলেন, ‘আমরা মুখেই নিজেদের গণতন্ত্রের জননী বলি। কিন্তু বাস্তবে আপনারা একনায়কতন্ত্রের জনক।’

ন্যাশনাল হেরাল্ডের সবরকম তদন্তপ্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে কংগ্রেস। এর পরিপ্রেক্ষিতেই রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তিনি মোদি সরকার ও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ‘এই সরকার কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে। কংগ্রেসের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এরা কংগ্রেসকে ধ্বংস করতে চায়। যাতে দলের কোনও অফিস না থাকে। আমি যতদূর জানি কংগ্রেসের কাছে খুব বেশি অর্থ নেই। ফলে দলের উপর এই আর্থিক হামলা চালালে কংগ্রেস আর রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারবে না। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।’

Advertisement

উল্লেখ্য, ইডি আগেই কংগ্রেস নিয়ন্ত্রিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল। সেই মামলার সূত্র ধরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইয়ং ইন্ডিয়ান এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। সেই সম্পত্তিরই একটা বড় অংশ এবার অধিগ্রহণ করতে চলেছে ইডি। সেই মর্মে শনিবার একটি নোটিস জারি করা হয়েছে।

Advertisement

Advertisement