• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ওবিসি নিগ্রহ রুখতে নতুন বিল আনার ঘোষণা চন্দ্রবাবুর

অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী (ওবিসি)-র জন্য রক্ষাকবচের ব্যবস্থা করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নায়ডু।

ফাইল চিত্র

অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী (ওবিসি)-র জন্য রক্ষাকবচের ব্যবস্থা করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নায়ডু। ২০১৮ সালের তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (নির্যাতন প্রতিরোধী) আইনকে অনুসরণ করেই এ বার একটি বিল বিধানসভায় পেশ করবে টিডিপি।

শনিবার চন্দ্রবাবু এলুরুতে একটি কর্মসূচিতে বলেন, ‘‘এখনও সমাজে বৈষম্যের বাতাবরণ রয়েছে। সে কারণেই তফসিলি জাতি ও জনজাতি নিগ্রহ প্রতিরোধী আইনের মতো ওবিসিদের অবমাননা রুখতেও একটি আইনের প্রয়োজন।’’ তাঁর দাবি, টিডিপিই প্রথম রাজনৈতিক দল হিসাবে অনগ্রসরদের অবমাননা রুখতে সক্রিয় হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, তফসিলি জাতি-জনজাতিদের বিরুদ্ধে অত্যাচার, শোষণ, বঞ্চনা রুখতে ২০১৮ সালে সংবিধান সংশোধন করেছিল কেন্দ্র। ওই সংশোধনী অনুযায়ী, এ ধরনের সমস্ত অভিযোগের ক্ষেত্রে বিনা তদন্তে এফআইআর নিতে হবে। অভিযুক্তের আগাম জামিনেরও কোনও সংস্থান সে ক্ষেত্রে ছিল না। ওই সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।

Advertisement

Advertisement