• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৈশাখী আগমনে বৃষ্টি

গত বৃহস্পতিবার ঝড় বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল রাজ্যবাসী। ফের সপ্তাহের শেষে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গত বৃহস্পতিবার ঝড় বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল রাজ্যবাসী। ফের সপ্তাহের শেষে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি আগামী সপ্তাহেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। মঙ্গলবার পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের শুরু। স্বাভাবিকভাবেই নানা রকমের প্ল্যান রয়েছে বঙ্গবাসীর। তবে বৃষ্টির কারণে তাঁদের উচ্ছাসে ভাটা পড়তে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। অসম ও সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বাংলাদেশ ও বিহার সংলগ্ন এলাকায় আরও এক জোড়া ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গিয়েছে। রাজস্থান এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও একটি করে ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে রাজ্য জুড়ে এর জেরে বৃষ্টি হতে পারে।

Advertisement

নববর্ষের আগের শেষ রবিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের নয়টি জেলা হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার রাজ্যের বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গিয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়াও দার্জিলিঙে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল।

Advertisement

Advertisement