পুলিশি অভিযানে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার তিন অনুপ্রবেশকারী বাংলাদেশি-সহ এক ভারতীয় দালাল। শুক্রবার রাতে খবর পেয়ে মুর্শিদাবাদের রানিনগরের হারুডাঙা গ্রামের কালীমন্দির এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, এই তিন বাংলাদেশিদের নাম জামশেদ আলি, মহম্মদ বাবু এবং আকমল হোসেন। এই তিনজনই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। এছাড়াও একজন বাংলাদেশি মহিলার গ্রেপ্তারির খবর পাওয়া গিয়েছে। তবে তাঁর নাম জানা যায়নি।
অন্যদিকে, ভারতীয় দালাল সরিফুল ইসলাম শেখরানিনগরের শিবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পাসপোর্ট, ভিসা বা বৈধ কাগজ কোনও কিছুই তাঁদের কাছে ছিল না। পুলিশের জেরার মুখে তাঁরা জানায়, কাজের খোঁজে ভারতীয় দালাল সরিফুল ইসলামের সাহায্য নিয়ে চোরাপথে তাঁরা ভারতে প্রবেশ করেন। বাংলাদেশ থেকে এরকমভাবে বৈধ কাগজ ছাড়া ভারতে প্রবেশের ঘটনা নতুন নয়। এর আগেও দালালের সাহায্য নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে অনেকেই পুলিশের জালে ধরা পড়েছেন।
Advertisement
তবে এই সরিফুল ইসলাম শেখ বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করার পাশাপাশি তাঁদের নিজের বাড়িতে আশ্রয় দিতেন। এই বিষয়ে আরও বিশদ তদন্ত করছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তাঁদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। এই অনুপ্রবেশকারীদের ও দালালকে আরও জিজ্ঞাসাবাদ করে তাঁদের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।
Advertisement
Advertisement



