• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জাল ওষুধের কারবার বন্ধ করতে তৎপরতা

ক্রেতারা যাতে জাল ওষুধ সম্পর্কে সচেতন হন, সে ব্যাপারেও সচেতনতামূলক প্রচার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র

অর্থের প্রলোভনে জীবনদায়ী ওষুধ নিয়ে যেমন কালোবাজারির অভিযোগ রয়েছে তেমনই, এবার বীরভূম জেলাজুড়ে জাল ওষুধের রমরমা কারবার চলছে বলে শুধুমাত্র যে অভিযোগ উঠেছে তাই-ই নয়, বিভিন্ন জায়গা থেকে এর সত্যতাও সামনে এসেছে। এতদিন পর্যন্ত ভিনরাজ্য থেকে এ জেলাকে ব্যবহার করে গোরু, মোষ থেকে মাদক পাচারের অভিযোগ আসতো। এবার একইভাবে ভিনরাজ্য থেকে বিভিন্ন ধরনের জাল ওষুধ বীরভূম জেলায় নিয়ে এসে তা জেলায় ছড়িয়ে দেওয়া ছাড়াও, পার্শ্ববর্তী জেলাগুলিতে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

জেলায় জাল ওষুধের আমদানি ও কারবার বন্ধ করতে জেলা ড্রাগ কন্ট্রোল বিভাগ যে অভিযান শুরু করেছে তাতে বেঙ্গল কেমিস্ট অ্যাণ্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাহায্যও নেওয়া হচ্ছে। জেলায় লাইসেন্স প্রাপ্ত যে ৩ হাজার ৭৫০টি ওষুধের দোকান রয়েছে তার প্রতিটির উপরেই নজরদারি চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ওষুধের দোকানে ‘নট অফ স্ট্যাণ্ডার্ড কোয়ালিটি’ তালিকা ঝোলানো বাধ্যতামূলক করা হয়েছে। ক্রেতারা যাতে জাল ওষুধ সম্পর্কে সচেতন হন, সে ব্যাপারেও সচেতনতামূলক প্রচার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement