• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সপ্তাহভর রাজ্যে বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে এর অবস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়।

বৃহস্পতি-শুক্রর বৃষ্টিতে গত কয়েকদিনের অস্বস্তিকর গরম থেকে রেহাই পেয়েছে রাজ্যবাসী। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে এক ধাক্কায় কমে গেছে রাজ্যের তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে এর অবস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। ক্রমশ উত্তর-পূর্ব দিকে এটি এগিয়ে আসছে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় পৌঁছে এটি শক্তি ক্ষয় করবে। এর জেরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে।

পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও সপ্তাহের শেষে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতা, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি সোমবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দার্জিলিঙে।

Advertisement

Advertisement

Advertisement