রাতের অন্ধকারে হালিশহরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এক যুবককে ইট দিয়ে আঘাত করে খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, আহত যুবক অর্জুন সিং ঘনিষ্ঠ। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কল্যাণী এইমসে।
আক্রান্ত যুবকের নাম রাজু দে। বুধবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় ২৪ নম্বর ওয়ার্ডে কিছু দুষ্কৃতী তাঁর পথ আটকায় ও বেধড়ক মারধর শুরু করে। মাথায় ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রাজুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকাবাসীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
Advertisement
ঘটনার খবর পেয়ে বিজেপির স্থানীয় নেতারাও হাসপাতালে ছুটে আসেন। পরে রাজুর শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে চিকিৎসকরা জানান, তিনি আপাতত স্থিতিশীল।
Advertisement
এই হামলার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি। তাঁদের দাবি, রাজু দে বিজেপি নেতা অর্জুন সিং-এর ঘনিষ্ঠ এবং সম্প্রতি হালিশহরে রাম নবমীর মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। সেই কারণেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে। রাজু নিজেও অভিযোগ করেছেন, তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই তাঁকে প্রাণে মারতে এসেছিল।
তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বক্তব্য, বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
Advertisement



