কলকাতার বহু প্রতীক্ষিত ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার কাজ অবশেষে শুরু হল। সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রকল্পের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ তারক সিংহ সহ একাধিক কাউন্সিলর।
শহরের বিস্তীর্ণ অঞ্চল যেমন, চিড়িয়ামোড়, দমদম রোড, সেভেন ট্যাঙ্কস, বীরপাড়া বর্ষায় জল জমার সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছে। একটু ভারী বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। ব্রিটিশ আমল থেকেই এই এলাকা কলকাতা পুরসভার অধীনে থাকলেও, কোনওকালেই এখানে পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা গড়ে ওঠেনি। এখনও বেশিরভাগ জায়গায় খোলা নর্দমাই একমাত্র ভরসা। কোথাও কোথাও সেই নর্দমা ঢেকে দেওয়া হলেও, অলিগলির পরিস্থিতি একই রকম।
Advertisement
এই সমস্যার স্থায়ী সমাধানে পুরসভা নতুন ২.৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ নিকাশি পাইপ বসানোর কাজ শুরু করেছে, যা শেষ পর্যন্ত বীরপাড়া পাম্পিং স্টেশনের সঙ্গে যুক্ত হবে। এই প্রকল্পের জন্য প্রায় ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
Advertisement
পুরসভার তরফে জানানো হয়েছে, এই নতুন পাইপলাইন চালু হলে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। চিড়িয়ামোড় থেকে দমদম রোড হয়ে ছানাপট্টি পর্যন্ত এই পাইপ বসানো হবে এবং তা সরাসরি যুক্ত থাকবে বীরপাড়া পাম্পিং স্টেশনের সঙ্গে। সেখান থেকে সেই জল যাবে বাগজোলা খালে।
ফলে রাজাবাগান, নিকাশিপাড়া, সেভেন ট্যাঙ্কস, টিকিয়াপাড়া, পঞ্চাশ সহ গোটা দমদম অঞ্চলে বর্ষায় জল জমার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
Advertisement



