• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৭০ জন

পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৭০ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি কমপক্ষে ৫০ জন। চাঞ্চল্যকর ঘটনাটি কাঁথি-২ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের।

পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৭০ জন। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তি কমপক্ষে ৫০ জন। চাঞ্চল্যকর ঘটনাটি কাঁথি-২ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের। বৃহস্পতিবার পুজোর প্রসাদ খাবার পর থেকে একে একে অসুস্থ হতে থাকেন এলাকার বাসিন্দারা। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের কাঁপুনি দিয়ে জ্বর, বমি, পেট ব্যথা, ডায়েরিয়া, গা-হাত-পা ব্যথার সমস্যা রয়েছে। প্রসাদ থেকে কীভাবে বিষক্রিয়া হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত বছর রামনগরে রাস উৎসবে চিঁড়ে প্রসাদ বিতরণ করা হয়েছিল। সেই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শতাধিক গ্রামবাসী।

Advertisement

Advertisement

Advertisement