• facebook
  • twitter
Monday, 8 December, 2025

শিয়ালদহে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনমূলক কর্মসূচি

স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক স্থানে আবর্জনা ফেলা এবং রেল চত্বরে থুথু ফেলা নিষিদ্ধ করার মতো বিষয়গুলি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

নিজস্ব চিত্র

শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশনে যাত্রী, বিক্রেতা ও প্লাটফর্ম ব্যবহারকারীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ প্রদানের উদ্দেশ্যে পরিচ্ছন্নতা বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত নৈহাটি, বারাসাত, কল্যাণী, বনগাঁও, চাকদহ, ব্যারাকপুর, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, দমদম ক্যান্টনমেন্ট , মধ্যমগ্রাম, বেলডাঙ্গা, ঘুতিয়ারি শরীফ, সোদপুর এবং রানাঘাট স্টেশনে এই কর্মসূচি পরিচালিত হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক স্থানে আবর্জনা ফেলা এবং রেল চত্বরে থুথু ফেলা নিষিদ্ধ করার মতো বিষয়গুলি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। বিশেষভাবে পার্ক সার্কাস এবং সন্তোষপুর স্টেশনে সচেতনতামূলক অভিযানটি চালানো হয়েছিল। শিয়ালদহ ডিভিশনের পরিবেশ ও হাউসকিপিং ম্যানেজমেন্ট (ইএন্ডএইচএম) বিভাগ ,স্বাস্থ্য বিভাগ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর সক্রিয় অংশগ্রহণে এই কর্মকান্ডটি সফল হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement