• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ

অভিযোগ টাকা দিতে না পারায় ছবি তুলতে দেননি ওই পঞ্চায়েত সদস্য। ওই মহিলার অভিযোগ, তিন কাটা জমি বন্ধক রাখতে হয়েছে, তাই টাকা দিতে পারিনি।

ফাইল ছবি

আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রাম ব্লকের উক্তা পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামের। ওই গ্রামের এক বিধবা মহিলা নিভা পাল বিডিও এর কাছে এবিষয়ে লিখিত অভিযোগ করেছেন। নিভা পাল প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করেছেন। দ্বিতীয় কিস্তির টাকা পেতে আবেদন জানানোর পর তাঁর বাড়ির কাজ কতটা হয়েছে তা দেখতে পঞ্চায়েতের প্রতিনিধিদল আসেন।

কিন্তু ছবি তোলার সময় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিল্লু মাঝি তিন হাজার টাকা দাবি করেন। অভিযোগ টাকা দিতে না পারায় ছবি তুলতে দেননি ওই পঞ্চায়েত সদস্য। উপভোক্তা ওই মহিলার অভিযোগ, তিন কাটা জমি বন্ধক রাখতে হয়েছে, তাই টাকা দিতে পারিনি। এ ব্যাপারে তিনি বিডিও কে লিখিত অভিযোগ জানিয়েছেন। যদিও যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত সদস্য বলেন, কোন ভিত্তিতে অভিযোগ হয়েছে জানি না। ঘরের ছবি তোলার কাজ হয়েছে। ওই ঘটনা বিরোধী দলের উস্কানিতে হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement