• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

ভাঙড়ে আক্রান্ত কনস্টেবল

পশ্চিম মেদিনীপুরের পর এবার ভাঙড়ে আক্রান্ত হয়েছে এক পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুর এলাকায়।

পশ্চিম মেদিনীপুরের পর এবার ভাঙড়ে আক্রান্ত হয়েছে এক পুলিশ অফিসার। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুর এলাকায়। জমি সংক্রান্ত ঝামেলার নিস্পত্তি করতে গিয়ে কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল আহত হয়েছেন। তাঁকে রাস্তায় ফেলে কিল,চড়, ঘুসি মারা হয়। সূত্রের খবর , নাটাপুকুর এলাকায় জমি নিয়ে বসিরুদ্দিন মোল্লা এবং নাসির উদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে তৌফিক মোল্লা, জাহাঙ্গীর মোল্লার পরিবারের বিবাদ বেঁধেছিল।

সেই অশান্তি মেটাতে গিয়েছিল পোলেরহাট থানার পুলিশবাহিনী। সেখানেই আচমকা জাহাঙ্গীর নামের এক যুবক পুলিশ কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর চড়াও হন। পুলিশ তাঁকে আটক করলে অশান্তি চরম আকার নেয়। গ্রামের মানুষেরা পুলিশের গাড়ি ঘেরাও করেছিল এবং গাড়ি ভাঙচুর করার হুমকিও দেওয়া হয়েছিল । এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক্ষেত্রে, গ্রামের মানুষদের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে চিন্তিত একাধিক পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement