• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২০২৮ অলিম্পিকসে থাকছে বক্সিং

বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন মেরি কম। তাই এবার, তাই লস অ্যাঞ্জেলস অলিম্পিকসকে পাখির চোখ করছেন নিখাত জারিনরা।

ফাইল চিত্র

২০২৮-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে থাকছে বক্সিং। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, চলতি সম্মেলনেই বক্সিংকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেওয়া হয়েছে।

২০২৪ সালের অলিম্পিকসে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতীয় বক্সারদের। কিন্তু, ২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা বরগোঁহাই। তার আগে বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন মেরি কম। তাই এবার, তাই লস অ্যাঞ্জেলস অলিম্পিকসকে পাখির চোখ করছেন নিখাত জারিনরা।

Advertisement

কিন্তু বক্সিং আদৌ অলিম্পিকে থাকবে কিনা সেই নিয়েই সংশয় দেখা গিয়েছিল, এমনকি মার্কিন মুলুকে আয়োজিত অলিম্পিকে যেন বক্সিংকে অন্তর্ভুক্ত করা হয়, সেটা নিয়ে বক্সিংয়ের নিয়ামক সংস্থা আইবিএ-এর তরফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও লেখা হয়। কিন্তু, শেষ পর্যন্ত অলিম্পিকসে জায়গা করেই নিল বক্সিং। গ্রিসে নাকি অলিম্পিক কমিটির সম্মেলনে ভোট হয়েছে বক্সিংকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর অংশ করার জন্য। সেখানে প্রত্যেকেই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে কবে থেকে বক্সিংয়ের যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement

Advertisement