• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ক্রিকেটে এখন অলরাউন্ডারের চাহিদা প্রচুর : সুনীল নারাইন

কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম বোলার এবং প্রাক্তন অধিনায়ক সুনীল নারাইন জোরের সঙ্গে বলেছেন, এবারে যেভাবে কেকেআর দল তৈরি করা হয়েছে, তাতে অনেকের ভয়ের কারণ হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

যতই কাছে আসছে আইপিএল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ, ততই কলকাতা শহর ক্রিকেটে মেতে উঠতে চাইছে। অবশ্য গত কয়েক বছর যেভাবে কোটি কোটি টাকার ক্রিকেট উৎসব মেতে উঠেছিল, ঠিক সেই প্রভাবটা চোখে পড়ছে না। তবুও ছড়িয়ে-ছিটিয়ে কোনও কোনও আগ্রহী ক্রিকেটপ্রেমী খেলার টিকিট চাইতে ছোটাছুটি করছেন ক্লাবহাউসে। কিন্তু ক্লাবহাউসে ঢুকতে গেলে অনেক নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে। তবে, সিএবি’র ক্লাব হাউসের প্রবেশদ্বারের সামনে ভারতের তারকা ক্রিকেটারদের ছবি শোভা পাচ্ছিল, তা ঢাকা পড়ে গেছে। সেখানে ঢাউস ঢাউস কেকেআরের ফেস্টুন লাগানো হয়েছে। কেন তারকা ক্রিকেটারদের ছবি ওইভাবে পিছনে ফেলে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হয়তো বলা হবে, বিনোদনের এই ক্রিকেট বিসিসিআইকে প্রচুর অর্থ দিচ্ছে। কিন্তু তাই বলে ভারতগৌরব ক্রিকেটারদের এইভাবে অন্ধকারে রেখে দেওয়াটা উচিত হয়নি। সিএবি’র কর্মকর্তারা এই ব্যাপারটাকে অবশ্যই অন্যভাবে দেখবেন বলে বিশ্বাস।

এদিকে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম বোলার এবং প্রাক্তন অধিনায়ক সুনীল নারাইন জোরের সঙ্গে বলেছেন, এবারে যেভাবে কেকেআর দল তৈরি করা হয়েছে, তাতে অনেকের ভয়ের কারণ হবে। কলকাতা দলের স্পিনাররা প্রতিপক্ষ দলকে আতঙ্কে রাখবেন বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। বলতে দ্বিধা নেই, কলকাতা এবার ইডেন উদ্যানে দাদাগিরি দেখাবে। নারাইন আরও বলেন, বছরের পর বছর কেকেআর দলের বোলাররা দুরন্ত বল করেছেন।

Advertisement

নিজেদের প্রমাণ করেছেন দলের স্বার্থে তাঁরা বড় ভূমিকা নিতে পারেন। তাই ব্যাটসম্যানরা চাপে পড়ে যান এবং আসল লক্ষ্য থেকে নিজেদের ছন্দ হারিয়ে যায়। গত মরশুমে কলকাতা দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অবশ্যই বরুণ চক্রবর্তীর নামটা উঠে আসবে সবার আগে। তিনি ২০টি উইকেট নিয়েছিলেন। আর এবারে আরও অভিজ্ঞতা নিয়ে বরুণ বল করতে নামবেন ইডেনের উইকেটে। বরুণ অবশ্যই বোলারদের নেতৃত্ব দেবেন। বিদেশি ক্রিকেটার নারাইন আবার কলকাতা দলে খেলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন। তিনি বলেন, কলকাতা আমার প্রিয় দল। আইপিএল বেশ কঠিন টুর্নামেন্ট। আর এখন আরও কঠিন হয়ে পড়ছে, একে অপরের বিরুদ্ধে লড়াই করতে নেমে। এখানে উল্লেখ করা যেতে পারে, নারাইন শুধু বোলার হিসেবেই চিহ্নিত নন, তাঁর ব্যাটও ঝলসে ওঠে। তাঁর ব্যাট থেকে ঝড়ের গতিতে রানও ওঠে। তাঁর খেলা দেখে প্রতিপক্ষ দল আতঙ্কে থাকে। ক্রিকেটের চরিত্র এখন অনেক বদলে গেছে। অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হয়। মাঠে যেমন টোটাল ফুটবল খেলতে হয়, ঠিক তেমনই ক্রিকেটে এখন অলরাউন্ডারের দাম বেশি। নারাইন এবার বলেন, বেঙ্গালুরুর বিরুদ্ধে অভিযান শুরু করবে কলকাতা। শুরুটা অত্যন্ত ভালো হওয়া প্রয়োজন।

Advertisement

Advertisement