তেলের ব্যবহার কমিয়ে বিশ্ব এগোচ্ছে ইলেকট্রিক যানবাহনের দিকে। ভারতও সেই উদ্যোগ থেকে পেছনে নেই। এখানে বাইক, স্কুটি থেকে চারচাকা, মানুষের পছন্দের তালিকায় ওপরের দিকে স্থান করে নিচ্ছে বৈদ্যুতিক যান। গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখে দু’চাকা বা চারচাকার ক্ষেত্রে গাড়ি প্রস্তুতকারী কোম্পানি যেমন হিরো মোটো কর্প, বাজাজ বা টিভিএস ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে। তবে গাড়ি নির্মাতা কোম্পানিগুলির মধ্যে বিদ্যুৎচালিত চারচাকা গাড়ির জন্য এখনও বিশ্ব বাজার কাঁপাতে পারে টাটা মোটরস। তাদের টক্কর দিচ্ছে মাহিন্দ্রা বা এমজির মতো সংস্থা।
তবে এসবের মাঝে চিনা গাড়ি প্রস্তুতকারী এক সংস্থা যে খবর দিল তা শুধু বাকি গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিই নয় চমকে দেবে গাড়ি ব্যবহারকারীদেরও। চিনা গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিওয়াইডি এমন এক প্রযুক্তির ব্যবহার করে তার নতুন গাড়িটি তৈরি করছে যা কয়েক মিনিটের চার্জে আপনাকে ৪৭০ কিলোমিটার পৌঁছে দিতে পারে। একটি পেট্রল বা ডিজেল বাহিত গাড়ি এই পথ অতিক্রম করতে সময় নেয় কমপক্ষে ১২ ঘন্টা এবং এর জন্য তেল লাগে ১২-১৩ লিটার।
Advertisement
বিওয়াইডি বলছে, ২০২৫ সালের এপ্রিলে বাজারে আসতে পারে তাঁদের নয়া প্রযুক্তির এই গাড়ি। গাড়িতে মাত্র ৫ মিনিট চার্জ দিলেই ৪৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম । ফলে মোবাইল ফোনের থেকেও দ্রুত চার্জ হয়ে যাবে একটা আস্ত গাড়ি।
Advertisement
তবে ভারতে এই মুহূর্তে এই গাড়ি আসছে না বলেই জানিয়েছে বিওয়াইডি। কারণ এখনও পর্যন্ত বিওয়াইডি ভারতে যে গাড়ি আমদানি করে আর দামের উপর ১১০ শতাংশ শুল্ক দিতে হয়। ফলে ভারতে এই গাড়ি আনা হলে এর বাজার দর ৬৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে, যা ক্রেতাদের কাছে মোটেও সুবিধার হবে না।
Advertisement



