• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

রাজস্থান থেকে উদ্ধার হাওড়ার শিশুকন্যা

হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৩ বছরের এক শিশুকন্যা। বঙ্গ পুলিশ ও রাজস্থান পুলিশের উদ্যোগে রাজস্থান থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে।

হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ৩ বছরের এক শিশুকন্যা। বঙ্গ পুলিশ ও রাজস্থান পুলিশের উদ্যোগে রাজস্থান থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাচারচক্রের সরোজ কাঞ্জার এবং বেশ কয়েকজনকে।

জানা গিয়েছে, গত ৫ই মার্চ মায়ের সঙ্গে হাওড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল ৩ বছরের ওই শিশুকন্যা। সেখানেই সাহানারা বেগম নামের এক মহিলা প্রথমে তাঁদের সঙ্গে আলাপ জমিয়েছিল। তারপর ওই মহিলা দোকানে যাওয়ার নাম করে মেয়েটিকে নিয়ে যায়। আর খোঁজ পাওয়া যায়নি মেয়ের। তৎক্ষণাৎ মেয়েটির মা রেল পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। পুলিশ সিসিটিভি পরীক্ষা করে দেখে, মেয়েটিকে নিয়ে ওই মহিলা একটি মিনি বসে উঠেছে। এরপর তদন্ত শুরু করেছিল পুলিশ।

Advertisement

একের পর এক সূত্র ধরে গত ১১ই মার্চ পুলিশ পাচারচক্রে যুক্ত সাহানা বেগম এবং মুফাজা বিবিকে গ্রেপ্তার করে। জেরার মুখে তাঁরা জানায়, জয়পুর স্টেশনে শিশুটিকে সরোজ কাঞ্জারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। এরপর বাংলা ও রাজস্থান পুলিশের উদ্যোগে রাজস্থান থেকে নিখোঁজ শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement