হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। যদিও উদ্ধার করা যায়নি সাড়ে তিন বছরের শিশুটিকে।
গত ৫ মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে হুগলির এক মহিলার সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে অপহরণ করে চম্পট দেয় এক মহিলা। ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরে স্বামীর কাছে যাওয়ার জন্য ট্রেন ধরতে আগের রাতে চলে এসেছিলেন হাওড়া স্টেশনে। সঙ্গে ছিল সাত বছরের ও সাড়ে তিন বছরের দুই মেয়ে। স্টেশন চত্বরে আলাপ হয় এক মহিলার সঙ্গে। সারারাত জেগে থাকার পর সকালের দিকে হুগলির বধূ একটু ঝিমিয়ে পড়লে ওই মহিলা তাঁর ছোট মেয়েটিকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে হাওড়া রেল পুলিশ। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে দেখা যায় শিশুটিকে নিয়ে ওই মহিলা এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে দিয়ে স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে চলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে মহিলাকে শনাক্ত করে পুলিশ।
Advertisement
মঙ্গলবার রাতে উলুবেড়িয়ার কুলগাছিয়া পোটোপাড়ার বাড়ি থেকে শাহানারা বেগম নামে ওই মহিলাকে গ্রেফতার করে রেল পুলিশ। যদিও তার কাছে শিশুটিকে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শিশুটিকে রাজস্থানের কোনও এক দম্পতিকে বিক্রি করে দেওয়া হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে সেখানে তদন্তকারী দল পাঠানো হবে। ওই মহিলাকে হাওড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
Advertisement



