• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মূল বাজি দ্য ইন্ডিয়ান গোল্ড ভেস্

প্রথম শ্রেণির মাত্র ৬টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হওয়া উচিত ‘ভিনসেন্ট ভ্যান গগ’, ‘স্টার ইজ বর্ন’ এবং ‘কুল রাইডার’-এর মধ্যে।

প্রতীকী চিত্র

বৃহস্পতিবার কলকাতার বসন্তকালীন ঘোড়দৌড়ে মাত্র ৬টি বাজি। প্রধান বাজি প্রায় ২০ লক্ষ টাকার ‘দ্য ইন্ডিয়ান গোল্ড ভেস্’। প্রথম শ্রেণির মাত্র ৬টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। লড়াই হওয়া উচিত ‘ভিনসেন্ট ভ্যান গগ’, ‘স্টার ইজ বর্ন’ এবং ‘কুল রাইডার’-এর মধ্যে। আগামী শনিবার অর্থাৎ ১৫ মার্চের কলকাতার ঘোড়দৌড়ের মতামত ১৪ মার্চ অর্থাৎ শুক্রবার বেরোবে।

মতামত
প্রথম বাজি— ২.৪৫ মি., লাজিনা ১, স্মেল দ্য ডেঞ্জার ২, ইনটেন্স বিলিফ ৩
দ্বিতীয় বাজি— ৩.১৫ মি., মাল্টি সাকসেস ১, কেইটারো ২, সিল্যাকিং ৩
তৃতীয় বাজি— ৩.৪৫ মি., আসাগিরি ১, কাসা ২, ল্যাভিশ গার্ল ৩
চতুর্থ বাজি— ৪.১৫ মি., সুপার ম্যাফ রে ১, জামবেজি ২, ব্লু চিপ ৩
পঞ্চম বাজি— ৪.৪৫ মি., ভিনসেন্ট ভ্যান গগ ১, এ স্টার ইজ বর্ন ২, কুল রাইডার ৩
ষষ্ঠ বাজি— ৫.১৫ মি., জিমলার ১, ব্ল্যাক কফি ২, গো ফর দ্য মুন ৩
দিনের সেরা— আসাগিরি

Advertisement

Advertisement

Advertisement