• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

পায়ে ব্যথা নিয়ে বল করলেন বরুণ

গ্রপপর্বের শেষ ম্যাচ থেকেই একজন বাড়তি স্পিনারকে খেলাচ্ছেন কোচ গৌতম গম্ভীর ও আধিনায়ক রোহিত শর্মা। তাই হর্ষিত রানার পরিবর্তে দলে আনা হয় বরুণ চক্রবর্তীকে।

ফাইল চিত্র

এ যেন এক স্বপ্নের প্রত্যাবর্তন ভারতের বোলার বরুণ চক্রবর্তীর। ২০১১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেলেও চরম ব্যর্থ হয়েছিল বরুণ। ব্যর্থতার কারণে বাদ পড়েছিলেন তিনি। তিন বছর বাদে ২০২৪ সালের শেষের দিকে বরুণ জায়গা পান গৌতম গম্ভীরের কোচিংয়ে। জায়গা পাওয়ার পরেই টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে প্রথম একাদশে নিজেকে প্রকাশ করেন। ক্রিকেট জীবনে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারতীয় দলে ডাক পান বরুণ চক্রবর্তী। প্রতিটা ম্যাচে তিনি বোলিং করেন। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট পেয়েছেন। পায়ে ব্যথা নিয়ে তিনি ১০ ওভার বল করে ৪৫ রান দেন।

নিউজিল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে। বোলার বরুণের মতে সেমিফাইনালের চেয়ে এদিনের উইকেট বেশ কিছুটা ভালো। বল সেইভাবে ঘুরছে না। আমি চেষ্টা করেছি ধারাবাহিকভাবে পরিকল্পিত বল করার। ব্যাটসম্যানরা যাতে বিভ্রান্ত হতে পারেন। পাওয়ার প্লে ও ডেথ ওভোরে বল করতে পছন্দ করি। আর এই সময়টা চ্যালেঞ্জের। তখন ইউকেট তুলে নেওয়ার চেষ্টা করে থাকি। আমি দলে নতুন তাই কুলদীপ যাদবের সঙ্গে কথা বলেছিলাম সাহস নিয়ে বল করেছি। পায়ের পাতায় ব্যথা এখনও আছে। মাঝে মাঝে ফুলে যাচ্ছে। ব্যথার ওষুধ খেতে হবে।

Advertisement

ফাইনালে বরুণের বলে আউট হন উইল ইয়ং ও গ্লেন ফিলিপস। নিউিজল্যান্ড শিবিরকে প্রথম ধাক্কা দেন বরুণ। গ্রপপর্বের শেষ ম্যাচ থেকেই একজন বাড়তি স্পিনারকে খেলাচ্ছেন কোচ গৌতম গম্ভীর ও আধিনায়ক রোহিত শর্মা। তাই হর্ষিত রানার পরিবর্তে দলে আনা হয় বরুণ চক্রবর্তীকে। মহম্মদ শামির সঙ্গে নতুন বলে বোলিং করছেন হার্দিক পাণ্ডিয়া। সেই হার্দিক এদিন ৩ ওভারে। ৩০ রান দিয়েছেন। ভারতীয় ফিল্ডাররা ১১টি ক্যাচ ফেলেছেন। ক্যাচ ফেলেছেন শামি, ক্যাচ ফেলেছেন শুভমান গিল।

Advertisement

Advertisement