• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

প্রয়াত অভিনেতা উত্তম মোহান্তি

প্রয়াত অভিনেতা উত্তম মোহান্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘ দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ওড়িশার এই সুপারস্টার।

প্রয়াত অভিনেতা উত্তম মোহান্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘ দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ওড়িশার এই সুপারস্টার। সম্প্রতি সিরোসিস অফ লিভার ধরা পড়ে তাঁর। ভুবনেশ্বর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি উড়িয়ে আনা হয় তাঁকে। ভর্তি করা হয় গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সেখানেই মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার।

১৯৭৭ সালে ওডিয়া সিনেমা ‘অভিমান’-এর মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ১৫০টির বেশি সিনেমা ছাড়াও টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেন তিনি। প্রায় ৩০টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন উত্তম। প্রয়াত অভিনেতার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শোকবার্তায় তিনি লিখেছেন, ওঁর চলে যাওয়া ওড়িশা সিনেইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি। দু’দশকেরও বেশি সময় ধরে হিরোর ভূমিকায় রাজত্ব করেছেন ওড়িয়া সিনেদুনিয়ায়। বাংলা, এমনকী হিন্দি ছবিতে সাবলীলভাবে অভিনয় করেছেন।

Advertisement

১৯৯৯ সালে জয়দেব পুরস্কার পেয়ছেন উত্তম মোহান্তি। ২০১২ সালে পেয়েছেন লিভিং লেজেন্ড অ্যাওয়ার্ড। একাধিকবার ওডিশা রাজ্যের সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। অজস্র হিট ছবির নায়ক উত্তমের সঙ্গে টলিউডের সাংসদ-রচনা বন্দ্যোপাধ্যায় একটা সময় জুটি বেঁধেছিলেন। বর্তমানে ‘বউ বুট্টু ভুটা’ ছবিতে কাজ করছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। আগামী ১২ জুন এই ছবির মুক্তির কথা রয়েছে।

Advertisement

Advertisement