• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছিটকে যাওয়ার অজুহাত দিলে হবে না: ইংল্যান্ডের প্রাক্তনীরা

"ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।"

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রশ্নগুলি প্রথম তোলা শুরু করেছিল বাংলাদেশ। এবার ইংল্যান্ডের কিংবদন্তিদের মুখেও একই সুর। নাসের হুসেন, মাইকেল আথার্টনরা বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যায় সুবিধা পাচ্ছে ভারত। হয়তো পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে। এ পর্যন্ত এই টুর্নামেন্টে দুটি ম্যাচে সেখানে টিম ইন্ডিয়াকে খেলতে হয়েছে। দুটি ম্যাচই তারা অনায়াসে জিতে গিয়েছে। নাসির হোসেন মনে করছেন, “ভারত যে শুধুমাত্র একটা ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। ভারত ঠিক কতটা সুবিধা পাচ্ছে, সেটা অবশ্য মেপে বলা যাবে না। কিন্তু বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা নিয়ে সংশয় নেই।”

নাসের হুসেনের কথায়, “ওরা একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।” মাইকেল আথার্টনও একই কথা বলছেন। তাঁর বক্তব্য, “আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।”

Advertisement

Advertisement

Advertisement