• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

নয়া থ্রিলার ‘দুর্গাপুর জংশন’

সাংবাদিক উষসীর কাছ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র পায় সৌম্য

ফাইল চিত্র

দুর্গাপুরে ঘটছে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। আপাতভাবে বলা হচ্ছে ওষুধের বিষক্রিয়াই এই মৃত্যুগুলির কারণ। কিন্তু সত্যিই কি তাই? এ কী স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত সিরিয়াল কিলিং?

এমনই নানা ইঙ্গিত মিলছে ‘দুর্গাপুর জংশন’ ছবির মোশন পোস্টারে। সেখানে দেখা যাচ্ছে, অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ছে একটা হাত। মুঠো খুলতেই ছিটকে পড়ছে ওষুধ। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘ট্র্যাক সেটিংয়ের কাজ চলছে, এবার যাত্রা শুরু হবে’।

Advertisement

সিআইডি মামলাটি গ্রহণ করে কিন্তু প্রমাণের অভাবে হতবাক প্রধান তদন্তকারী অফিসার সৌম্য (বিক্রম ) নিজেও। সাংবাদিক উষসীর কাছ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র পায় সৌম্য। মামলাটি কি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় শেষ পর্যন্ত? জানতে হলে দেখতে হবে এই থ্রিলার। ছবিটির প্রযোজক ও পরিচালক অরিন্দম ভট্টাচার্য। অভিনয়ে স্বস্তিকা মুখার্জি, বিক্রম চট্টোপাধ্যায় এবং একাবলি খান্না।

Advertisement

Advertisement